পূর্ব ইউরোপের একটি দেশ জর্জিয়া। এর রাজধানী তিবলিসি থেকে ২২০ কিলোমিটার দূরে ইমেরেতি নামক এলাকায় অবস্থিত ৪০ মিটার উঁচু এক পাহাড় ক্যাটসখি পিলার। এর ওপরে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু আর নির্জন গির্জাটি। এখান থেকে নিচে তাকালে যেন মেরুদণ্ড হিম করা শীতল স্রোত বয়ে যায় শরীরের ভেতর! তাই আকর্ষণীয়…